Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

১। স্যুয়ারেজ সিস্টেম (বর্জ্য পানি ব্যবস্থাপনা সিস্টেম):

বর্তমানে খুলনা শহরের কোন স্যুয়ারেজ ব্যবস্থা নেই। তাই "খুলনা শহরের স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন" শীর্ষক
একটি প্রকল্প এডিবি'র অর্থায়ন দ্বারা গৃহীত হয়েছে। ইতোমধ্যেই-

 

  • খুলনা ওয়াসা উক্ত প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও মাস্টার প্ল্যান প্রস্তুতির প্রক্রিয়া সম্পন্ন করেছে।
  • প্রকল্পের নকশা, ড্রইং, আর্থিক সংশ্লেষ ও ডিপিপি প্রণয়নের কাজ এডিবি'র নিযুক্ত পরামর্শক কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে।
  • ভূমি অধিগ্রহণের ডিপিপি একনেক সভায় অনুমোদিত হয়েছে। বিনিয়োগ ডিপিপি অতি শীঘ্রই মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
  • দরপত্র প্রক্রিয়াকরণের কাজ ডিসেম্বর ২০১৮ এর মধ্যেই শুরু করা হবে এবং প্রকল্পটির বাস্তবায়নকাল হবে ২০১৮-২০২৩ সাল।

 

২। খুলনা পানি সরবরাহ প্রকল্প (২য় পর্যায়):

 

  • খুলনা ওয়াসা ২০১৮ সাল থেকে "খুলনা পানি সরবরাহ প্রকল্প-দ্বিতীয় ধাপ" শুরু করার পরিকল্পনা নিয়েছে, ভূ-উপরিস্থ
    পানি থেকে ভূগর্ভস্থ পানির অনুপাত 90:10 অর্জন করা,যা ভূ-উপরিস্থ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে
    ২০২৪ সালের মধ্যে নিশ্চিত করা হবে। এডিবি নএই প্রকল্প অর্থায়নের জন্য আগ্রহ পোষণ করেছে।